০৫ ওস্তাদের পাখি
শারদীয়া মুগ্ধবাংলা ১৪২৯এ ভ্যালেরিয়ান ও লরেলাইনের এই কমিকসটি প্রকাশিত হলেও, এর প্রছদটি সেই সময় কমপ্লিট করতে পারিনি বলে আলাদা করে এই কমিকসটি প্রকাশ সম্ভব হয়ে ওঠেনি। খুব জটিল এই প্রচ্ছদটি এডিট করতে প্রায় ৩৬ঘন্টা লেগেছে। তবে শেষ পর্যন্ত করতে পেরেছি, এই ঢের।
যান্ত্রিক গোলযোগের কারণে ভ্যালেরিয়ান আর লরেলাইনের মহাকাশযান এক অজানা গ্রহে দূর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। সেই সঙ্গে ওরা হয়ে পড়ে ওস্তাদের দাস। ওরা দেখতে পায় কীভাবে কোনো এক অজানা শক্তির সাহায্যে ওস্তাদ বিষাক্ত এক ঝাঁক পাখিদের নিয়ন্ত্রণ করছে পুরো একটা গ্রহে শাসন করার জন্য।
9th October, 2024 9:40 AM
Comments
No Comments!